News & Events

ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৯ম ব্যচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান উদযাপিত

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের, বিবিএ ৯ম ব্যাচ এর “শিক্ষা সমাপনী” অনুষ্ঠান ১৮ জুলাই ২০১৮ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও আইন বিভাগের চেয়ারম্যান ড. এমরান পারভেজ খান, ব্যবসায় প্রশাসন বিভাগের মোঃ আনিসুল ইসলাম সজীব, মোঃ জয়নাল আবেদীন এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর জনাব মোঃ মাসুদ রানা।


সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য বক্তাগন বি.বি.এ ৯ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। দুপুরে সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকাল ৩টা থেকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গান, নাটক, নৃত্য, কৌতুক অভিনয় ইত্যাদি। সন্ধ্যায় ক্যাম্পাসে ফানুস উড়ানো হয় এবং বারবি-কিউ পার্টি অনুষ্ঠিত হয়।


এই অনুষ্ঠানের আহবায়ক ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত শিক্ষক মোঃ আমিমুল এহসান, মোঃ মহিউদ্দিন ও ফারজানা আক্তার। যারা নিরলস ভাবে পরিশ্রম করে এ অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করে তুলেছেন।
 

অনুষ্ঠানটি ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনার মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় উদযাপন করেছে।

           

 

 


List of Old News & Events


 

Joining Day of Our Honourable Vice Chancellor
অনুষ্ঠিত হলো জেড এইচ সাস্টের ইংরেজি বিভাগের ৮ম ব্যাচের অনার্স সমাপনী অনুষ্ঠান
ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৯ম ব্যচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান উদযাপিত
জাতীয় শোক দিবস উপলক্ষে জেড. এইচ. সিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল
জেড. এইচ. সিকদার ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত